জ্বি স্যার, প্রতিটি পার্চেজে একটি করে কুপণ পাবেন।
কুপনে থাকা নাম্বার থেকে লাইভে র্যাফেল ড্র এর মাধ্যমে গিফট দেয়া হবে।
স্যার, আমাদের রমজানের ক্যাম্পেইন শেষে কুপণের র্যাফেল ড্র করা হবে।
স্যার, কুপন কার্ড নষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে সেই কুপণ কার্ড র্যাফেল ড্র থেকে ডিস্কুয়ালিফাইড করা হবে।
না স্যার/ম্যাম শুধুমাত্র রমজানের প্রডাক্ট কিনলেই এর সাথে কুপণ কার্ড দেয়া হবে।
স্যার কয়েকটি কারণে কুপণ বিজয়ী ডিস্কুয়ালিভাইড হতে পারে। ডিস্কুয়ালিফাইড হওয়ার কারণ সমুহঃ
ক। কুপণ কার্ড হারিয়ে গেলে, কোন ভাবে নষ্ট হলে।
খ) কুপণ নাম্বার আমাদের দেখাতে না পারলে।
গ) ফ্যাক আইডি হলে অথবা আমাদের কাছে নিজের আইডেন্টিফিকেশন প্রুভ না করতে পারলে।
ঘ)কুপন কার্ড লাইভে না থাকলে।