ভেজাল খাবারে ঘেরা যখন শহর, গ্রামের প্রাকৃতিক ও খাঁটি খাবারের সন্ধানে ছুটে যাচ্ছে খাঁটি অর্গানিক। প্রাকৃতিক পরিবশে সবুজ ঘাস খাওয়া গাভীর দুধ সংগ্রহ করে দক্ষ কারিগরদের নিপুন দক্ষতায় তৈরি করছে খাঁটি দনাদার ঘি। শুরু হয় খাঁটি অর্গানিকের যাত্রা।এতেই থেমে থাকে নি খাঁটি অর্গানিক। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করছে গ্রাম বাংলার মাটির মিষ্টি গন্ধ মাখা সব ন্যাচারাল পন্য।গ্রামের মিষ্টি গন্ধ মাখা কৃষকদের থেকে সংগ্রহ করা ‘’র” গুড়া মসলা, তেঁতুল কাঠের ঘানি বাঙ্গা সরিষার তেল, থেকে শুরু করে ৫০+ অর্গানিক প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে খাঁটি অর্গানিক। তাইতো খাঁটি অর্গানিকের মুখ্য উদ্দেশ্য এবং স্লোগানঃ নিরাপদ খাদ্য আপনার অধিকার!
খাঁটি অর্গানিকের মিশন
গ্রাম বাংলার প্রাকৃতিক স্বাদের খাঁটি পণ্য দেশে ও দেশের বাইরে সবার কাছে পৌঁছে দেওয়া।
খাঁটি অর্গানিকের ভিশন
খাঁটি অর্গানিক গ্রামের সনাতন পদ্ধতিতে হাতে তৈরি করা খাদ্য পণ্য সরবরাহ করে যারা প্রাকৃতিক স্বাদ ও ঘ্রানের দেশি খাদ্য খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, কৃষক ও উৎপাদক থেকে সংগ্রহ করে তাদের হাতে খাঁটি পণ্য পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
খাঁটি অর্গানিকের সাফল্য
● সারাদেশে সাফল্যের সাথে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে পেরেছে। ● খাঁটি অর্গানিকের কাস্টোমারদের সম্পুর্ন প্রাকৃতিক খাদ্য পৌঁছে দিতে পারছে। ● কাস্টোমারদের খাঁটি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা খাঁটি অর্গানিকের অন্যতম সাফল্য।
খাটি অর্গার্গনিক একটি উদ্ভাবনী কম্পানি যা বাংলাদেশের অরার্গনিক খাদ্য শিল্পে নতৃত্ব দিচ্ছে। কোম্পানি টি তার লক্ষ্য অর্জনে এবং বাংলাদেশে র মানুষের জন্য স্বাস্থ্যকর এবং পুষ্টি কর খাদ্যের এক্সেস বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ। তাই আমরা মনে প্রানে বিশ্বাস করি নিরাপদ খাদ্য আপনার অধিকার! এবং এটি বাস্তবায়নে আমরা অন্দীকারবদ্ধ।