জানলে অবাক হবেন!
আপনার অতি জরুরি অঙ্গ চোখের বিশেষ যত্নেও
বিশেষ উপকারি খাবার হতে পারে নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটার!
অল্প বয়স থেকেই আজকাল শুরু হয় চোখের সমস্যা। তাই চোখের যত্নে অবশ্যই রাখা উচিত সচেতন হয়া। সবার খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত চোখের জন্য উপকারি এমন খাবার! কিন্তু এই সমস্যার সমাধান যদি পান আপনার পছন্দের খাবারে? তাহলে কেমন হয়?
নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটার যে কারনে চোখের জন্য উপকারিঃ
নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটারে রয়েছে উপকারি ৪০-৮০ মিলিগ্রাম জিংক যা রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে।
এছাড়া নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটারে আছে উপকারি ভিটামিন ই। ভিটামিন ই চোখের ছানি পরার হাত থেকে রক্ষা করে।
নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটারে রয়েছে উপকারি অয়ান্টিওক্সিডেন্ট! অ্যান্টিঅক্সিডেন্ট আপনার চোখকে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করতে সাহায্য করে যা আপনার কোষের ক্ষতি হতে দেয় না।
নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটারে থাকা ভিটামিন বি-৩ চোখের রেটিনার কোষের ক্ষতি হওয়া থেকে রক্ষা করে।
নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটারে থাকা ভিটামিন ই অনেক্ষন কাজ ফলে চোখের যে ক্লান্তি ভাব অনুভব হয় সে ক্লান্তি দূর করতে সাহায্য করে। তাই কাজের ফাকে নিউট্রিনাটস প্রিমিয়াম পিনাট বাটার দিয়ে নাস্তা আপনার শরীরে এনার্জি ফিরে পেতেও উপকারি ভুমিকা রাখে।
অবশ্যই স্বাস্থ্য সচেতন হোন। শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গের মত অবশ্যই চোখের যত্ন নিন। প্রতিদিন খাবারে রাখুন ভিটামিন ই ও জিংকে সমৃদ্ধ পিনাট বাটার।